• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯  

বিশ্বনাট্য দিবস উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জেলার নাট্যকর্মীরা। বুধবার দুুপুরে জেলার প্রতিষ্ঠিত নাট্য সংগঠন ভূমিজ'র আয়োজনে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার নাট্যকর্মীরা ছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান, উদীচীর জেলা সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা পরিষদের সদস্য আখতারুন্নাহার সাকী, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম ও ভূমিজের পরিচালক সরকার হায়দার।

এ সময় বক্তারা জানান, দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় থাকলেও কোন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। তাই তারা বাঙালির সংস্কৃতি চর্চা ও লালনের জন্য পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এর আগে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ভূমিজ নাট্যগোষ্ঠী পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী চিত্রাঙ্কন ও অভিনয় প্রতিযোগিতাসহ নাটকের গান পরিবেশনার আয়োজন করে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা